এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
০২ সেপ্টেম্বর ২০২৫

চলতি সেপ্টেম্বর মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দরে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের মূল্য কমেছে মাত্র ৩ টাকা, একই সঙ্গে অটোগ্যাসের দাম ১৩ পয়সা কমেছে।

মঙ্গলবার ( সেপ্টেম্বর) নতুন দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এ দর  মঙ্গলবার সন্ধ্যা থেকে কার্যকর হবে। নতুন দরে ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ২৭০ টাকা ও অটোগ্যাসের দাম ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত আগস্ট মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমানো হয়। সে মাসের অটোগ্যাসের দাম টাকা ১৮ পয়সা কমানো হয়েছিল।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে

 



মন্তব্য
জেলার খবর