আগস্টের রেমিট্যান্স ২৪২ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক
০১ সেপ্টেম্বর ২০২৫

 

গেল আগস্ট মাসে দেশে ২৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সোমবার ( সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে।

রেমিট্যান্স সংক্রান্ত পরিসংখ্যান বলছে, চলতি অর্থবছরের প্রথম দুই মাস জুলাই আগস্টে দেশে রেমিট্যান্স এসেছে ৪৯০ কোটি ডলার। গত বছর এ দুই মাসে  রেমিট্যান্স এসেছিল ৪১৪ কোটি ডলার।

ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে রীতিমতো স্বস্তি ফিরিয়ে আনছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ, রেমিট্যান্সের ক্ষেত্রে প্রণোদনা ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলে রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিকতা রয়েছে বলে জানা গেছে।

 

বিডি২৪অনলাইন/এমই/এমকে

 



মন্তব্য
জেলার খবর