মন্তব্য
গেল আগস্ট মাসে দেশে ২৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রেমিট্যান্স সংক্রান্ত পরিসংখ্যান বলছে, চলতি অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে দেশে রেমিট্যান্স এসেছে ৪৯০ কোটি ডলার। গত বছর এ দুই মাসে রেমিট্যান্স এসেছিল ৪১৪ কোটি ডলার।
ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো এ রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে রীতিমতো স্বস্তি ফিরিয়ে আনছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ, রেমিট্যান্সের ক্ষেত্রে প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলে রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিকতা রয়েছে বলে জানা গেছে।
বিডি২৪অনলাইন/এমই/এমকে