ভোটকেন্দ্র সংস্কারে লাগবে ১১০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
৩১ অগাস্ট ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার অনুপযোগী ভোটকেন্দ্র সংস্কারে ১১০ কোটি টাকা লাগবে। সম্প্রতি ভোটকেন্দ্র সংস্কার করতে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেয় নির্বাচন কমিশন (ইসি)। সেই চিঠির পরিপ্রেক্ষিতে এমন তথ্য জানিয়েছে   শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

 

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ইসিকে জানিয়েছে, ভোটকেন্দ্র হিসেবে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে মেরামত সংস্কার কাজ করা প্রয়োজন এমন প্রতিষ্ঠান রয়েছে ১ হাজার ৪৯০টি। ওই ভোটকেন্দ্রগুলো মেরামতের জন্য মাঠ পর্যায় থেকে প্রাপ্ত চাহিদার পরিমাণ ৩৩৭৮.৭৮ লাখ টাকা। সীমানা প্রাচীর নির্মাণ প্রয়োজন এমন ভোটকেন্দ্রের সংখ্যা ৫৫৯টি। এসব সীমানা প্রাচীর নির্মাণের জন্য মাঠ পর্যায় থেকে প্রাপ্ত চাহিদার পরিমাণ ৭৬৪৮.৪৯০ লাখ টাকা।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর