দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অবশ্যই নির্বাচন ভন্ডুল করতে চাইবে। তাদের একটা সংখ্যা রয়ে গেছে। সেই সংখ্যাটাকে প্রতিহত করার দায়িত্ব সরকারসহ রাজনৈতিক দল ও দেশের মানুষের।
রোববার (৩১ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাকায় সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যটা ছিল, সেটা ধরে রাখতে হবে। মতানৈক্য রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকতে পারে। তবে জাতির বৃহত্তম স্বার্থে, গণতন্ত্রের পথে উত্তরণে সব রাজনৈতিক দলকে ক্ষুদ্র ব্যক্তি ও দলীয় স্বার্থকে পরিত্যাগ করে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ ঐক্যে ফাটল ধরলে এর মধ্যে ফ্যাসিস্ট দোসররা বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন কতটা নিরপেক্ষ, নিরাপদ ও সুষ্ঠু হবে, সেটা নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করবে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনে নিরাপত্তা প্রদান ও আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করবে। এজন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, জনগণের অবাধ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়টি রাজনৈতিক দলগুলোকে নিশ্চিত করতে হবে। সবার সহযোগিতায় বর্তমান অন্তর্র্বতী সরকার একটি অবাধ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে