মোট ভোটার প্রায় পৌনে ১৩ কোটি

নিজস্ব প্রতিবেদক
৩১ অগাস্ট ২০২৫

দেশে হালনাগাদ করা ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী, বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার কোটি ২২ লাখ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার হাজার ২৩০ জন।

রোববার (৩১ আগস্ট) ঢাকায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। সচিব জানান,  খসড়ায় নারী, পুরুষ তৃতীয় লিঙ্গ মিলে ভোটার আরো ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জনের কথা উল্লেখ ছিল। এর সঙ্গে লাখ ৩৭ হাজার ৬৪২ জনযুক্ত হয়েছে। সব মিলিয়ে ভোটার বেড়েছে ৪৭ লাখ হাজার ৮৫৮ জন।

গত ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়। সেখানে ৪৬ লাখের মতো ভোটার ছিল। দাবি-আপত্তি সংশোধন শেষে রোববার চূড়ান্ত তালিকা প্রকাশ হয়।  

নির্বাচন কমিশন সচিব বলেছেন, নতুন ভোটার নিয়ে গেল মার্চ প্রকাশ তালিকায় ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখের বেশি। এরপর বাড়ি বাড়ি তথ্য নেওয়া বাদ পড়াদের হালনাগাদ করে ৩১ আগস্ট যুক্ত করা হয়। সবশেষ  ভোটার তালিকা আইন সংশোধন হওয়ায় ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটারযোগ্য বা ১৮ বছর বয়সী হবেন, তাদেরও জাতীয় নির্বাচনের আগে তালিকাভুক্ত করা হবে। এরপর চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ হবে ভোটের আগে।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন  হবে বলে জানিয়েছে অন্তর্র্বতীকালীন সরকার।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর