রোডম্যাপ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
২৮ অগাস্ট ২০২৫

দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রকাশ হচ্ছে।  এ রোডম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)

এদিকে সংসদীয় আসনের সীমানা নিয়ে শুনানি শেষ হয়েছে। আসনগুলোর সীমানার চূড়ান্ত তালিকা যত দ্রুত সম্ভব প্রকাশ করা হবে। ওদিকে আগামী সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে অংশীজনদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হবে বলে জানা গেছে।

চুড়ান্ত রোডম্যাপ ও সীমানা নিয়ে শুনানি সংক্রান্ত বিষয়টি সাংবাদিকদের  জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার (২৭ আগস্ট) ঢাকার আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এ নিয়ে কথা বলেন সিনিয়র সচিব।

রোডম্যাপ বিষয়ে আখতার আহমেদ জানান, নির্বাচন কমিশন যে কর্ম পরিকল্পনা নিয়েছি, সেটার জন্য কালকে (বৃহস্পতিবার) পর্যন্ত অপেক্ষা করুন। এটার জন্য অনেক কিছু অপেক্ষা করছে, এটা বুঝি আমরা।

এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাউসদ বলেন, নির্বাচনের রোডম্যাপ কমিশন অনুমোদন দিয়েছে। এটা দু-একদিনের মধ্যে প্রকাশ হবে।

সীমানা নিয়ে শুনানি সংক্রান্ত বিষয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ জানান,   সীমানা বিষয়ে ৩৩ জেলার ৮৪ আসন সম্পর্কিত ১১৮৫টি আপত্তি এবং ৭০৮টি পরামর্শ বা সুপারিশ পায় নির্বাচন কমিশন। দাবি-আপত্তিগুলোর ওপর শুনানি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার, অন্য চারজন কমিশনার এবং নির্বাচন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন শুনানিতে। এখন পর্যন্ত যেসব মতামত পাওয়া গেছে, সেগুলো পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, পক্ষ ও বিপক্ষ উভয় দিক থেকেই মতামত এসেছে।  আপত্তির ক্ষেত্রে যে প্রস্তাবনা এসেছে, তার পক্ষে ও বিপক্ষে কথা শুনেছি, আবার আমাদের করা গ্যাজেটের পক্ষেও মতামত শুনেছি। কাজেই মোটামুটি অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি আমরা।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর