জুলাই সনদের বিভিন্ন বিষয় নিয়ে ঐকমত্য কমিশনের সভা

নিজস্ব প্রতিবেদক
২৭ অগাস্ট ২০২৫

জুলাই জাতীয় সনদের বিভিন্ন বিষয় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের একটি সভা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) ঢাকায় জাতীয় সংসদ ভবনে কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে সভা হয়।

সভায় জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়ার উপর বিভিন্ন রাজনৈতিক দল প্রদত্ত মতামতগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই সঙ্গে জাতীয় সনদে এসব মতামতের প্রতিফলন কীভাবে ঘটানো যায়, সেটাও বিশ্লেষণ করা হয়। মতামতগুলোকে গুরুত্ব দিয়ে জাতীয় সনদের চূড়ান্ত রূপ নির্ধারণসহ প্রয়োজনীয় আইনি নীতিগত কাঠামো গঠনের বিষয়ে আলোচনা হয় । সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সামনে সম্ভাব্য বিকল্পগুলোও আলোচনায় উঠে আসে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর