মন্তব্য
আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ সেপ্টেম্বর প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এরপর ২৫ সেপ্টেম্বরের মধ্যে এ সংক্রান্ত দাবি/আপত্তি গ্রহণ করা হবে। ১২ অক্টোবরের মধ্যে দাবি/ আপত্তি নিষ্পত্তি করা হবে। আর আগামী ২০ অক্টোবর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে।
বুধবার (২০ আগস্ট) নির্বাচন কমিশন থেকে জেলা নির্বাচন অফিসারদের কাছে পাঠানো এক চিঠি থেকে এসব তথ্য জানা যায়। চিঠিতে জেলা নির্বাচন অফিসারদের বলা হয়েছে, এ সময়সীমার মধ্যে ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালা অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে খসড়া ভোটকেন্দ্রের সংখ্যাগত তথ্য ও সম্ভাব্য চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যাগত তথ্য সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন সহায়তা-১ শাখায় পাঠাতে হবে।
বিডি২৪অনলাইন/সি/এমকে