এমপিওভুক্ত শূন্যপদে ৪১ হাজার ৬২৭ শিক্ষক নিয়োগের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক
১৯ অগাস্ট ২০২৫

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল-কলেজ-মাদরাসায় এমপিওভুক্ত শিক্ষকের শূন্যপদে ৪১ হাজার ৬২৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রকাশিত ফলে এ সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) ফল শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের হাতে তুলে দেন এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

এনটিআরসিএ জানিয়েছে, সুপারিশপ্রাপ্তদের আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে  নিয়োগপত্র প্রদান করতে হবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে। এরপর নিয়োগপ্রাপ্তদের নিয়োগপত্র প্রাপ্তির কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে হবে।

এদিকে নিয়োগপত্র দেওয়ার আগে প্রতিটি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধানের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি যাচাই কমিটি গঠন করতে হবে। সুপাশিপ্রাপ্ত প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সনদ এনটিআরসিএর সুপারিশপত্র পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবে এ কমিটি। কোনো প্রার্থী ভুয়া বা মিথ্যা তথ্য দিয়ে সুপারিশপ্রাপ্ত হলে এবং সেটা যোগদানের সময় ধরা পড়লে তার নিয়োগের সুপারিশ বাতিল বলে গণ্য হবে। পুলিশ ভেরিফিকেশনে অনুপযুক্ত বিবেচিত হলেও সুপারিশ বাতিল হয়ে যাবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর