সিলেটে আলোচিত সাদা পাথর লুট হয়ে যাওয়ার দায় নিয়ে আপত্তি জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সেই সঙ্গে বলেছেন, পাথর কতটুকু তুললো, লুট হলো, নিয়ে গেলো- এা তার মন্ত্রণালয়ের দেখার কথা নয়। আর এবার সর্বদলীয় ঐক্যের কারণে প্রশাসনের নিশ্চয়ই যোগসাজশ ছিল।
রোববার (১৭ আগস্ট) ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি প্রশ্ন রেখে বলেন, প্রশাসনের যোগসাজশে না হলে এখন তারা কীভাবে বের করতে পারে যে পাথরগুলো কোথায়? আবার নীরবতাও ছিল, তারা হয়তো অতটা ঝুঁকি নিতে পারছিল না।
রিজওয়ানা বলেন, এখন তারা মামলা করছে, সেখানে আদৌ দোষীদের কতটুকু তালিকাভুক্ত করছেন, সেটা আমাদের দেখতে হবে। তিনি জানান, সব রাজনৈতিক দল এক হয়ে চাপ প্রয়োগ করা হলো, তারা ঘোষণা দিলেন সেখানে পাথর তুলতে দিতে হবে। পরিবহন মালিকরা বললেন, তারা ধর্মঘট করবেন। এ ধর্মঘট কিন্তু তাদের নতুন নয়। ২০২০ সালেও পাথর তোলা বন্ধ করে দেওয়ার পর সেই সময় করোনার মধ্যে তারা দুই দুইবার পরিবহন ধর্মঘট করেছেন।
মানুষ তার শক্তি দেখিয়েছে উল্লেখ করে রিজওয়ানা হাসান আরও বলেন, লুটেরা চক্রের বিরুদ্ধে মানুষ যখন দাঁড়িয়ে যায়, তখন যতই রাজনৈতিক শক্তি ওটাকে সমর্থন করুক না কেন, মানুষের শক্তিটাই আসলে জয়ী হয়ে আসবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে