রোগীর অর্থ বাঁচান

নিজস্ব প্রতিবেদক
১৭ অগাস্ট ২০২৫

বিদেশে চিকিৎসা ঝোঁকের পরিবর্তে দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি রোগীদের আস্থা বাড়াতে চিকিৎসকদের দায়িত্বপূর্ণ আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন আইন উপদেষ্টা . আসিফ নজরুল। চিকিৎসকদের উদ্দেশ্যে বলেছেন, রোগীর সমস্যাকে মন দিয়ে শুনুন। অপ্রয়োজনীয় অযথা পরীক্ষা এবং ওষুধ ব্যবহার বন্ধ করুন। এটা শুধু রোগীর আর্থিক বোঝাই কমাবে না, উপরুন্ত দেশের চিকিৎসা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাও বাড়াবে।

শনিবার (১৬ আগস্ট) ঢাকার মিন্টু রোডে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে  এক অনুষ্ঠানে এ আহ্বান জানান। অনুষ্ঠানে চিকিৎসা সংক্রান্ত নিজের অভিজ্ঞতা তুলে ধরেন আসিফ নজরুল। জানান, তার বাসার একজন গৃহকর্মী চিকিৎসকের কাছে গেলে তাকে ১৪টি পরীক্ষা দেওয়া হয়।  পরে গ্রামে গিয়ে অন্য চিকিৎসকের কাছে পরীক্ষা ছাড়াই চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে ফিরে এসেছে। এতে প্রমাণ হয়, রোগীকে অনেক সময় অপ্রয়োজনীয় পরীক্ষা দিয়ে হয়রানি করা হয়। এতে রোগীকে অযথা খরচ বহন করতে হয়। ধরনের পরিস্থিতি নির্মূল করাই আমাদের লক্ষ্য।

. আসিফ নজরুল চিকিৎসকদের উদ্দেশ্যে আরও বলেন, রোগীর অর্থ সময় বাঁচিয়ে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দিন আপনারা। কেননা অযথা পরীক্ষা ওষুধের ব্যবহার রোগীর ওপর আর্থিক বোঝা সৃষ্টি করে। সেই সঙ্গে চিকিৎসা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাও ক্ষুণ্ন করে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর