নির্বাচন বিলম্বিত করার মতো শক্তি নেই

নিজস্ব প্রতিবেদক
১৫ অগাস্ট ২০২৫


অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, সেই অনুযায়ী নির্বাচন হবে বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। এ নিয়ে দৃঢ়তার সঙ্গে  বলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এমন কোনো শক্তি নেই, যেটা নির্বাচনকে বিলম্বিত করতে পারে।

শুক্রবার (১৫ আগস্ট) মাগুরায় সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। শফিকুল আলম জানান, ইতোমধ্যে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান নির্বাচন নিয়ে কাজ করতে শুরু করেছে। বর্ষার মৌসুম শেষ হলেই পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে। নির্বাচনের মহোৎসব দেখা যাবে।

সংস্কার প্রসঙ্গে বলেন,  জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে কাজ চলছে। সংস্কার কাজ অব্যাহত আছে ও দ্রুত এগিয়ে যাচ্ছে, সেটা দৃশ্যমান।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর