আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এ রোডম্যাপে নির্বাচন বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা থাকবে। নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে এ সময়ে সাংবাদিকদের সঙ্গে একটি বৈঠক করবে ইসি।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ প্রসঙ্গে আখতার আহমেদ জানান, তাদের ভোট দেওয়া নিয়ে কিছু আলোচনা হয়েছে। পদ্ধতিটা কী, প্রসেসটা কী হবে, কোথায় কোনটা কতদিনে এটা কভার করতে হবে- এসব বিষয় আলোচনা করা হয়েছে। এটা নিয়ে আরেকটু আলোচনা বাকি আছে। আলোচনার পর বিস্তারিত জানানো হবে।
নির্বাচনে পর্যবেক্ষক প্রসঙ্গে তিনি বলেন, পর্যবেক্ষক হিসেবে ৩১৮টা আবেদন পাওয়া গেছে। এসব পর্যালোচনা চলছে। রাজনৈতিক দল যে ২২টার নিবন্ধন হয়েছে, প্রয়োজনীয় তথ্যের দরকারে প্রাথমিকভাবে তাদের জন্য কাউকে ফিল্ডে পাঠানো হবে।
নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০০৭-০৮ সাল থেকে নির্বাচনের রোডম্যাপ প্রকাশের রেওয়াজ শুরু হয়। এর ধারাবাহিকতায় সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের দেড় বছর আগে নির্বাচনটির রোডম্যাপ দিয়েছিল তৎকালীন ইসি।
রোডম্যাপে ভোটার তালিকা, সীমানা পুনঃনির্ধারণ, দল নিবন্ধন, নির্বাচনী আইনের সংস্কার, সরঞ্জাম কেনাকাটা, দল ও অংশীজনের সঙ্গে সংলাপ, প্রশিক্ষণ, মুদ্রণ, আইনশৃঙ্খলা সভা, নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে সভাসহ তফসিলের আগে-পরে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি উল্লেখ থাকে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে