বর্তমান সরকার আড়িপাতা যন্ত্রের ব্যবহারে বেআইনি কিছু করছে না। তাছাড়া আগের সরকারের আড়ি পাতা ও নাগরিক অধিকার খর্ব করার বিষয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস ব্রিফিংয়ে আড়িপাতা সংক্রান্ত প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, আগের সরকার আড়ি কীভাবে পেতেছে, প্রকিউরমেন্ট প্রসেস থেকে ব্যবহৃত হয়েছে কীভাবে, নাগরিক অধিকার কীভাবে খর্ব করা হয়েছে- এসব বিষয়ে খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে