দেশে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা মোট ১২ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৭৫২ জন হতে পারে। এ নির্বাচনে সম্ভাব্য ২ হাজার ৯৫০টি অতিরিক্ত ভোটকেন্দ্রসহ মোট ৪৫ হাজার ৯৮টি ভোটকেন্দ্র হতে পারে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণ, কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণ কার্যক্রম তদারকি সংক্রান্ত সভার বিবরণী থেকে বিষয়টি জানা গেছে।
সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। আর ভোটকেন্দ্র ছিল৪২ হাজার ১৪৮টি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের জন্য ভোটকেন্দ্রে সম্ভাব্য মোট ৮ লাখ ৮৬ হাজার ৭৯০ জন কর্মকর্তার প্রয়োজন হবে। আগের সব নির্বাচনে প্রয়োজনের চেয়ে ১০% বেশি ভোটগ্রহণকারী কর্মকর্তাকে প্যানেলভুক্ত করা হয়েছে। নির্বাচনে প্রায় ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন (৫% বৃদ্ধিসহ) ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানানো হয় সভায়।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে