সবাইকে প্রতিবাদী হওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চোখের সমানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সেটা প্রতিহত করা আমাদের ঈমানী দায়িত্ব।
সোমবার (১১ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, মানুষ এখন অহিংস হয়ে গেছে, একটা ঘটনা ঘটলে কেউ প্রতিবাদ করে না, কেউ প্রতিহত করতে আসে না। সবাই ভিডিও করার জন্য ব্যস্ত থাকে। আগে একটা বাচ্চা পানিতে পড়ে গেলে আরেকজন লাফ দিয়ে এসে তাকে উদ্ধার করত। এখনলাফ না দিয়ে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে যায়। এ সংস্কৃতি থেকে সবাইকে বের হয়ে আসতে হবে।
জুলাই আন্দোলনে অনেক নিরীহ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, কোনো নিরীহ লোক যেন আইনের আওতায় না আসে, এ জন্য চেষ্টা করে যাচ্ছি আমরা।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে