তরুণ, ছেলে ও মেয়েদের জন্য থাকবে আলাদা বুথ

নিজস্ব প্রতিবেদক
১১ অগাস্ট ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য এবং ছেলে ও মেয়েদের জন্য আলাদা বুথ তৈরি করা হবে। নির্বাচন যেন শান্তি-শৃঙ্খলা উৎসবমুখর পরিবেশে হয় বিষয়ে  সর্বাত্মক চেষ্টা থাকবে। বিষয়টি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১১ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, নির্বাচন নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টের উপরে। প্রথম ফ্যাক্ট হচ্ছে যারা নির্বাচনে অংশগ্রহণ করে, তারা যদি চায় নির্বাচন শান্তিপূর্ণভাবে হোক তাহলে নির্বাচনটা শান্তিপূর্ণ করা সুবিধা। তারপরের একটা ফ্যাক্ট হচ্ছে নির্বাচন কমিশন, আমাদের একটা ফ্যাক্ট। সবার উপরে হচ্ছে জনগণ।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচনে অংশগ্রহণকারী পার্টিগুলোর সব ধরনের সহযোগিতা এবং জনগণের সহযোগিতা আমাদের দরকার। তাদের সহযোগিতা ছাড়া অনেক সময় নির্বাচন শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা  কষ্টকর হয়ে যায়।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর