বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু ১ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক
১১ অগাস্ট ২০২৫

 

আগামী সেপ্টেম্বর থেকে সারা দেশে টাইফয়েড টিকা কার্যক্রম শুরু হচ্ছে। মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে এক ডোজের ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে এ কর্মসূচির আওতায়।

এদিকে টিকার জন্য  ইতোমধ্যে গত আগস্ট থেকে নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধন করা যাবে টিকাদান শুরুর আগ পর্যন্ত।

সোমবার (১১ আগস্ট) সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) প্রোগ্রাম ম্যানেজার ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান সাংবাদিকদের তথ্য জানান।

ডা. আবুল ফজল জানান, সেপ্টেম্বরের প্রথম ১০ কর্মদিবস স্কুলে ক্যাম্প করে শিক্ষার্থীদের দেওয়া হবে টিকা। এরপরের দিন ইপিআই সেন্টারে টিকা দেওয়া হবে। স্কুলে না যাওয়া বা ক্যাম্পে অনুপস্থিত শিশুদের সেখা টিকা নেওয়ার সুযোগ থাকবে।

যাদের জন্ম নিবন্ধন সনদ নেই, তারাও টিকা নিতে পারবে উল্লেখ করে আবুল ফজল  জানান, এক্ষেত্রে শিশুর বাবামায়ের মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। সেক্ষেত্রে তাদের ভ্যাকসিন গ্রহণের তথ্য কাগজে লিখে দেওয়া হবে।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর