পুলিশের গঠন পদ্ধতি না বদলালে রাজনৈতিক হস্তক্ষেপ চলতেই থাকবে। পুলিশ ব্যবস্থায় সংস্কার আনতে হলে ‘টু-স্টেজ রিক্রুটমেন্ট’ চালু করতে হবে।
রোববার (১০ আগস্ট) ঢাকার গুলশানের একটি হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত সংলাপে এ কথা বলেন বস্ত্র ও পাট এবং নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
বর্তমান অন্তর্র্বতী সরকারের উপদেষ্টার দায়িত্ব পালনকালে নিজের অভিজ্ঞতাও তুলে ধরেন সাখাওয়াত হোসেন। বলেন, দেশে যা ঘটেছে সেটা অকল্পনীয়। এ ধরনের বিপ্লব আগে দেখা যায়নি। লিডারলেস ইয়াং, এমনকি স্কুলের বাচ্চারাও মারা গেছে। কারা মেরেছে, বলার দরকার নেই। তিনি বলেন, ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত টানা ফোনকল পেয়েছি। কোথাও বাড়িতে আগুন, কোথাও থানায় আগুন। পুলিশ মারা গেছে। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয় আমাকে।
তিনি জানান, যখন দায়িত্ব নেই- দেখি পুলিশ মোটেও আগ্রহী না। তারা বলছেন— চাকরি করবে না তারা। আমি আল্টিমেটাম দিলাম। এ পুলিশ এখনো স্ট্রাকচার্ড হয়নি। যদি পুলিশের গঠন-পদ্ধতি না বদলায়, তাহলে রাজনৈতিক হস্তক্ষেপ চলতেই থাকবে উল্লেখ করে তিনি আরও বলেন, যেভাবে ছাত্রদল-ছাত্রলীগ ঢুকেছে, ভবিষ্যতেও তেমনই হবে। পুরোটা রাজনীতিকীকরণ হয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে