পদ্ধতি না বদলালে রাজনৈতিক হস্তক্ষেপ চলতেই থাকবে

নিজস্ব প্রতিবেদক
১০ অগাস্ট ২০২৫

পুলিশের গঠন পদ্ধতি না বদলালে রাজনৈতিক হস্তক্ষেপ চলতেই থাকবে। পুলিশ ব্যবস্থায় সংস্কার আনতে হলেটু-স্টেজ রিক্রুটমেন্ট চালু করতে হবে।

রোববার (১০ আগস্ট) ঢাকার গুলশানের একটি হোটেলে  বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত সংলাপে এ কথা বলেন বস্ত্র পাট এবং নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

বর্তমান অন্তর্র্বতী সরকারের উপদেষ্টার দায়িত্ব পালনকালে নিজের অভিজ্ঞতাও তুলে ধরেন সাখাওয়াত হোসেন। বলেন, দেশে যা ঘটেছে সেটা অকল্পনীয়। ধরনের বিপ্লব আগে দেখা যায়নি। লিডারলেস ইয়াং, এমনকি স্কুলের বাচ্চারাও মারা গেছে। কারা মেরেছে, বলার দরকার নেই। তিনি বলেন, থেকে আগস্ট পর্যন্ত  টানা ফোনকল পেয়েছি। কোথাও বাড়িতে আগুন, কোথাও থানায় আগুন। পুলিশ মারা গেছে। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয় আমাকে।

তিনি জানান, যখন দায়িত্ব নেই- দেখি পুলিশ মোটেও আগ্রহী না। তারা বলছেন চাকরি করবে না তারা।  আমি আল্টিমেটাম দিলাম। পুলিশ এখনো স্ট্রাকচার্ড হয়নি। যদি পুলিশের গঠন-পদ্ধতি না বদলায়, তাহলে রাজনৈতিক হস্তক্ষেপ চলতেই থাকবে উল্লেখ করে তিনি আরও বলেন, যেভাবে ছাত্রদল-ছাত্রলীগ ঢুকেছে, ভবিষ্যতেও তেমনই হবে। পুরোটা রাজনীতিকীকরণ হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর