মন্তব্য
আগামী ১২ আগস্ট (মঙ্গলবার) সকাল ৬টা থেকে টানা ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট কর্মসূচি ধর্মঘট শুরুর আগেই প্রত্যাহার করা হয়েছে। জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রত্যাহারের এ ঘোষণা দেন।
রোববার (১০ আগস্ট) ঢাকায় বিদ্যুৎ ভবনে সরকারের সঙ্গে পরিবহন মালিকদের বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। বৈঠকে উত্থাপিত দাবিগুলো সমাধানের জন্য প্রক্রিয়া শুরুর আশ্বাস দেয় সরকারের পক্ষ। বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ৩০ বছর করাসহ ৮ দফা দাবিতে গত ২৭ জুলাই এ ধর্মঘট ডাকা হয়েছিল।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে