প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী, রমজান শুরুর আগেই আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন (ইসি)প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তফসিল ঘোষণা প্রসঙ্গে বলেছেন, নির্বাচনের আনুমানিক দুই মাস আগে, অর্থাৎ ডিসেম্বরের প্রথম দিকে ঘোষণা করা হতে পারে তফসিল।
বৃহস্পতিবার (০৭ আগস্ট) ঢাকায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের এ কথা বলে বলেন নির্বাচন কমিশনার।
নির্বাচন কমিশনার সানাউল্লাহ মনে করছেন নির্বাচন প্রক্রিয়াকে এআই ও ড্রোন প্রভাবিত করতে পারবে না। তিনি জোর দিয়ে বলেছেন, নির্বাচনে ভুল তথ্য, মিথ্যা তথ্য এবং বিদ্বেষ ছড়াতে এআইয়ের ব্যবহারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে ইসি। এআইয়ের অপব্যবহার রোধ করতে আচরণবিধিতে নির্দিষ্ট বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচনে কোনো প্রার্থী বা তার এজেন্ট ড্রোন বা কোয়াডকপ্টার ব্যবহার করতে পারবেন না। তবে প্রয়োজন হলে নিজেরা ড্রোন ব্যবহারের বিষয়টি বিবেচনা করতে পারে নির্বাচন কমিশন।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে