গত এক বছরে প্রায় ১৮ হাজার ৬৩১ কোটি টাকা বৈদেশিক বিদ্যুৎ বিল পরিশোধ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আর বিদ্যুৎ খাতে ৬ হাজার ৪৭৯ কোটি টাকার বেশি সাশ্রয়ের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। খবর বাসস
বাসস জানিয়েছে, এক বছরে পরিশোধ করা বিদ্যুতের বিলের মধ্যে ভারতের আদানি পাওয়ার লিমিটেডকে দেওয়া হয়েছে প্রায় ৫ হাজার কোটি টাকা। ওই কোম্পানিতে বর্তমানে বকেয়া আছে মাত্র ২ হাজার ৩৬৩.৫০ কোটি টাকা।
তরল জ্বালানি আমদানির সার্ভিস চার্জ কমানো, জ্বালানি শিপমেন্ট বড় করা, ট্যারিফ হ্রাসসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করায় গত এক বছরে বিদ্যুৎ খাতে ৬ হাজার ৪৭৯ কোটি টাকার বেশি সাশ্রয় হয়েছে।
এদিকে রুফটপ সোলার ও সৌর বিদ্যুৎ প্রকল্পে জোর দিয়েছে বর্তমান সরকার। ‘নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা-২০২৫’ অনুযায়ী, ডিসেম্বরের মধ্যে গ্রিডে ২০০০–৩০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ যোগ করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। বিদ্যুৎ খাতে ভর্তুকি চাহিদা গত বছরের ৪৭ হাজার কোটি টাকা থেকে কমিয়ে এবার ৩৭ হাজার কোটি টাকায় আনা হয়েছে বলে জানিয়েছে সরকার।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে