আজ থেকে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু

নিজস্ব প্রতিবেদক
০৭ অগাস্ট ২০২৫


গত আগস্ট অন্তর্র্বতীকালীন সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজ থেকে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে সুন্দরভাবে নির্বাচন আয়োজন করা।

বৃহস্পতিবার ( আগস্ট) ঢাকায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ কথা বলেন প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস। বৈঠকে প্রধান উপদেষ্টা সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে বিষয়টি জানান তার প্রেস সচিব শফিকুল আলম।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বৈঠকে অনেকগুলো বিষয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা দপ্তর থেকে কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য বলা হয়েছে। রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজন জন্য বলা হয়েছে। 

শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা বৈঠকে আরও বলেছেন, আমাদের পুরো ফোকাস নির্বাচনকে ঘিরে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। এ বাইরে আরো দুইটা কাজ আছে- একটা হলো সংস্কার, আরেকটা ট্রায়াল।   নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর বিষয়ে তেমন কোনো আলোচনা হয়নি বলে জানান প্রেস সচিব।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর