উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ৭৮.৪১ শতাংশ বাস্তবায়ন

নিজস্ব প্রতিবেদক
০৭ অগাস্ট ২০২৫

এক বছরে উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহিত সিদ্ধান্ত ৭৮ দশমিক ৪১ শতাংশ বাস্তবায়ন হয়েছে। বৃহস্পতিবার ( আগস্ট) ঢাকায় সচিবালয়ে বৈঠকে উপদেষ্টা পরিষদের বৈঠকের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরা হয়।

বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। বৈঠকে প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, অন্তর্র্বতীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গত ৩১ জুলাই পর্যন্ত এক বছরে উপদেষ্টা পরিষদের  ৪১টি  বৈঠক হয়। বৈঠকে ১৯৪টি সারসংক্ষেপ উপস্থাপন হয়েছে। এসব বৈঠকে গৃহিত ৩১৫টি সিদ্ধান্তের মধ্যে বাস্তবায়িত হয়েছে ২৪৭টি। সিদ্ধান্ত বাস্তবায়নাধীন আছে ৬৮টি।

মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, স্বাধীনতার পর এটা যে কোনো সরকারের জন্য একটি রেকর্ড।

প্রেস সচিব বলেন, সময়ে ৫৬টি অধ্যাদেশ প্রণয়ন হয়েছে। অধ্যাদেশ প্রক্রিয়াধীন আছে ১০টি। ৬টি নীতি, নীতিমালা, কর্মকৌশল, কর্মপরিকল্পনা অনুমোদন হয়েছে। দ্বিপাক্ষিক আন্তর্জাতিক চুক্তি প্রটোকল অনুমোদন বা অনুসমর্থন হয়েছে ২৩টি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর