ভোটের ২ মাস আগে জাতীয় নির্বাচনের তফসিল

নিজস্ব প্রতিবেদক
০৬ অগাস্ট ২০২৫

 

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে কিছু চ্যালেঞ্জ থাকলেও  নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন। ভোটের মাস আগে ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল।

বুধবার ( আগস্ট) ঢাকায় নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে কমিশনের অবস্থানের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিন।

নাসির উদ্দিন বলেন, নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার চিঠি পেলে কমিশন আলোচনা করে ভোটের তারিখ থেকে মাস দুয়েক আগে ঘোষণা করবে তফসিল। না পেলেও আমরা আগে থেকে প্রস্তুতি নিচ্ছি। আমরা ভোটের মাঠ লেভেল প্লেয়িং করার কাজ করছি। তবে ফাউল করার নিয়ত করে কোনো রাজনৈতিক দল যেন খেলতে না নামে মাঠে।

নির্বাচনে এআই-এর অপব্যবহার রোধ বড় চ্যালেঞ্জ হবে বলেও মনে করছেন সিইসি। তিনি জানান, ভোটকেন্দ্রে  ভোটারদের উপস্থিতি বাড়ানোও কেউ কেউ বড় চ্যালেঞ্জ বলে জানাচ্ছেন। তবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের জন্য নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে চাই আমরা।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর