বিশেষ কোনো দলের প্রতি আলাদা নজর নেই সেনাবাহিনীর

নিজস্ব প্রতিবেদক
৩১ জুলাই ২০২৫


 

দেশে বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রতি সেনাবাহিনীর আলাদা নজর নেই বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম। সেই সঙ্গে গোপালগঞ্জের ঘটনায় সেনাবাহিনীর অবস্থান তুলে ধরে বলেছেন, আমাদের দায়িত্বের মধ্যে কাউকে বিশেষভাবে দেখি না।  গোপালগঞ্জে এনসিপি নেতাদের জীবননাশের হুমকি থাকায় তাদের সহযোগিতা করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস-তে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সাম্প্রতিক নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।

এক প্রশ্নের জবাবে কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, চাঁদাবাজ বা অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে যেসব আইনশৃঙ্খলা এজেন্সিগুলোর সর্বাগ্রে দায়িত্ব পালন করার কথা, তারা কার্যকরভাবে দায়িত্ব পালন করলে আরও কমে আসবে। সাথে সাথে আমাদের যে আভিযানিক দায়িত্ব আছে,সেটা সর্বদা পালন করছি  আমরা। সব আইনশৃঙ্খলা বাহিনী যদি একসঙ্গে কাজ করলে চাঁদাবাজির মতো অপরাধ কমে আসবে বলে বিশ্বাস করি। অপরাধীদের গ্রেপ্তার করার পর বিচারিক প্রক্রিয়ায় হস্তান্তর করার পর আর কিছু করার থাকে না বলেও জানান তিনি।

গোপালগঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, সেখানে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ছিল। শুধুমাত্র ইটপাটকেল নয়, ককটেলও নিক্ষেপ করা হয়েছে। সেখানে যখন জীবননাশের হুমকি ছিল, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগ করে। তবে প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি সেখানে।

 

দায়িত্ব পালনের ক্ষেত্রে সেনাবাহিনীর কাছে সবাই সমান উল্লেখ করে কর্ণেল বলেন, জনদুর্ভোগ জীবননাশের হুমকি থাকলে সেখানে আমরা কঠোর হই বা জনসাধারণকে সহযোগিতা করি। গোপালগঞ্জে সঠিকভাবে দায়িত্ব পালন না করলে সেখানে অনেক হতাহত বা জীবননাশের ঘটনা ঘটতে পারত।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর