আগামী জাতীয় নির্বাচন খুবই উৎসবমুখর পরিবেশে ভালো নির্বাচন হবে বলে আশা প্রকাশ করে বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেই সঙ্গে নিশ্চয়তা দিয়ে বলেছেন, নির্বাচন দেরি হবে না। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন, তার থেকে একদিনও দেরি হবে না।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানী ঢাকায় সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে এক সংলাপে এ কথা বলেন। প্রেস সচিব আরও বলেন, প্রধান উপদেষ্টা প্রথমে বলেছিলেন এপ্রিলের প্রথমে। তারপর আমরা লন্ডনে বলেছি, অনেকগুলো সংস্কার যদি হয়, কাজগুলো এগিয়ে যায় সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে হবে। সেই জায়গায় এখনো আছি আমরা।
প্রতি নির্বাচনে কিছু না কিছু ভায়োলেন্স হয় উল্লেখ করে প্রেস সচিব বলেন, একেবারে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে ভায়োলেন্সকে একেবারে জিরোতে নামিয়ে আনা।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে