হাসিনার অপরাধ হানাদার বাহিনীর চেয়েও জঘন্য

নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই ২০২৫

 জুলাই অভ্যুত্থানে দেশে শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ করেছে, সে রকম জঘন্য অপরাধ ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীও করেনি।  লাশ পুড়িয়ে ফেলা, নিরস্ত্র আহত মানুষকে গুলি করে মেরে ফেলা- এগুলো যুদ্ধাপরাধ। এত বড় গণহত্যা হয়েছে, অথচ তাদের বিন্দুমাত্র অনুশোচনা নেই।

মঙ্গলবার (২৯ জুলাই) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনিস্টিটিউটের মিলনায়তনে  এক অনুষ্ঠানে এসব কথা আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আইন উপদেষ্টা আরও বলেন, ৭১ সালের ২৫ মার্চ কালরাত্রে অবশ্যই ভয়ানক ঘটনা ঘটেছে। কিন্তু ওটা অন্য দেশের বাহিনী। কিন্তু আমরা স্বাধীনতা ঘোষণা করেছি, তারপর। মানে আপনি যদি পারসপেক্টিভ দেখেন, পারসপেক্টিভ ওয়াজ ডিফারেন্ট। ৭১ সালে ডেডবডি পুড়িয়ে ফেলেছে, একজন গুলি খেয়েছে, তাকে ধরে পিছু নিয়ে যাচ্ছে তার বন্ধু, সে অবস্থায় গুলি করেছে এরকম কোনো ফুটেজ, কোনো বর্ণনা মুক্তিযোদ্ধাদের কাছে পাইনি আমি। অন্যরকম নৃশংসতা থাকতে পারে তখনকার। কিন্তু এ রকম নৃশংসতার গল্প পাইনি।

এ রকম হত্যাকাণ্ডের বিচারের দায়িত্বপ্রাপ্তরা যদি বিচার না করে, আল্লাহ তাদের বিচার করবে বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। তিনি বলেন,  আমাদের ওপর বিশ্বাস রাখেন আপনারা। আমার দায়িত্বে, আমাদের দায়িত্বে বিন্দুমাত্র অবহেলা করি না। আপনাদের প্রতি দায় না, এটা আল্লাহর প্রতি দায়, আমরা এভাবে দেখছি জিনিসটা।

উপদেষ্টা জানান, বিচারের অকাট্য সাক্ষ্য প্রমাণ এমনভাবে আমরা রেখে যাব, যেন কোনো সরকার চাইলেও বিচার থেকে সরতে পারবে না। এটা আপনারা নিশ্চিত থাকেন।  পরবর্তীকালে যেই ক্ষমতায় আসুক- বিএনপি হোক, জামায়াত হোক বা এনসিপি হোক আমি বিশ্বাস করি না, বিচারে শৈথিল্য বা গাফিলতি দেখাবে তারা। কেননা তারা সবাই ১৫ বছরের নির্যাতিত মানুষ। শেখ হাসিনা সরকারের ফ্যাসিজম আপনার, আমার চেয়ে তারা  কম দেখেনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর