প্রাথমিকের প্রধান শিক্ষকরা দশম গ্রেডে বেতন পাবেন

নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই ২০২৫

এখন থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দশম গ্রেড অনুযায়ী বেতন-ভাতা পাবেন। অর্থ মন্ত্রণালয় থেকে  এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি  হয়েছে। এর আগে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড অনুযায়ী বেতন-ভাতা প্রদান সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করে অন্তর্র্বতীকালীন সরকার।

সোমবার (২৮ জুলাই) প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি সিভিল রিভিউ পিটিশনের ভিত্তিতে সর্বোচ্চ আদালতের আদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ প্রধান শিক্ষকের বিদ্যমান বেতন গ্রেড ১১তম থেকে উন্নীত করে ১০ম গ্রেডে  করার সিদ্ধান্ত হয়। এর ধারাবাহিকতায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ যৌক্তিক বিবেচিত হওয়ায়  ১০ম গ্রেডে উন্নীতকরণে সরকার সম্মতি দিয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর