আগামী জাতীয় নির্বাচনের সময় স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৬০ হাজার সেনা সদস্য নিয়োজিত থাকবেন। নির্বাচনের সময় তাদের বলিষ্ঠ ভূমিকা থাকবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য।
সোমবার (২৮ জুলাই) রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর আগে নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডাদের সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ইন্টেলিজেন্স এজেন্সিগুলো যেন কাজ জোরদারভাবে করতে পারে, নির্বাচনের সময় যেন তাদের কোনো দুর্বলতা না থাকে সেজন্য বলা হয়েছে। নির্বাচন উপলক্ষ্যে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে দেড় লাখ পুলিশের ট্রেনিং হবে।
নির্বাচনকে সামনে রেখে প্রচুর মিস ইনফরমেশন সার্কুলেট হয়েছে বলেও জানান প্রেস সচিব। বলেন, সামনে এটা আরও বাড়তে পারে। এটাকে সামনে রেখে ন্যাশনাল ইনফরমেশন সেন্টার হবে। এ সেন্টারে মিস-ইনফরমেশনগুলোকে ডিফাইন করা হবে, সেটি ক্রিয়েট করার চিন্তাভাবনা করা হয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে