রেলপথগুলোকে ঢেলে সাজাতে চায় সরকার

নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই ২০২৫

সরকার  অপরিকল্পিতভাবে গড়ে ওঠা রেলপথগুলোকে নতুন করে ঢেলে সাজাতে চায় বলে জানিয়েছেন রেল সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। বলেছেন,  লাভ-লোকসান, যাত্রী পণ্য পরিবহন সব দিক বিবেচনায় ডিসেম্বরের মধ্যেই একটি সমন্বিত গবেষণা শেষ হবে এ বিষয়ে। আর এর ওপর ভিত্তি করেই পরিকল্পিতভাবে সাজানো হবে রেলপথকে।

শনিবার (২৬ জুলাই) নাটোর রেলস্টেশন পরিদর্শনকালে এসব কথা জানান।  তিনি আরও বলেন, সড়কপথের সঙ্গে সমন্বয় করে একটি ব্যবসাবান্ধব পণ্য পরিবহন মাধ্যম হিসেবে গড়ে তোলা হবে রেলকে। এতে জেলাভিত্তিক বাণিজ্য সম্প্রসারণ সহজ হবে বলেও মনে করেন তিনি।

বছরের পর বছর ধরে যে রুটগুলো লোকসানে চলছে, সেগুলো বিশ্লেষণ করে প্রয়োজনে সেগুলো তুলে প্রয়োজনীয় স্থানে লাইন স্থাপন করা হবে, যোগ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।

 

যাত্রী পরিবহনের পাশাপাশি পণ্য পরিবহনের ক্ষেত্রেও রেলকে একটি কার্যকর মাধ্যম হিসেবে সরকার প্রতিষ্ঠা করতে চায় উল্লেখ করে তিনি জানান, এ জন্য দেশের ট্রান্সপোর্ট নেটওয়ার্কে রেলকে কেন্দ্র করে একটি নতুন কাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়েছে। বছরের শেষ নাগাদ গবেষণা শেষে নীতিগত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের পথে যাওয়া যাবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর