শাহজালাল বিমানবন্দরে যাত্রীর সঙ্গে দু’জনের বেশি ঢোকা যাবে না

নিজস্ব প্রতিবেদক
২৫ জুলাই ২০২৫

আগামী রোববার (২৭ জুলাই) থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন ব্যক্তি ডিপারচার ড্রাইভওয়ে এরাইভাল ক্যানোপি এলাকায় প্রবেশ করতে পারবেন।

বিমানবন্দরে যাত্রী চলাচল স্বাভাবিক রাখা, নিরাপত্তা নিশ্চিত এবং বিমানবন্দর এলাকায় যানজট নিয়ন্ত্রণ করতে সিদ্ধান্ত হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বর্তমানে প্রতিদিন পরিচালিত হয় ১৪০ থেকে ১৫০টি আন্তর্জাতিক ফ্লাইট। যাত্রী চাপ বিবেচনায় সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। প্রতি বছর প্রায় কোটি ২৫ লাখ যাত্রী শাহজালাল বিমানবন্দর ব্যবহার করেন বলেও জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

 

বিডি২৪অনলাইন/



মন্তব্য
জেলার খবর