মন্তব্য
আগামী রোববার (২৭ জুলাই) থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন ব্যক্তি ডিপারচার ড্রাইভওয়ে ও এরাইভাল ক্যানোপি এলাকায় প্রবেশ করতে পারবেন।
বিমানবন্দরে যাত্রী চলাচল স্বাভাবিক রাখা, নিরাপত্তা নিশ্চিত এবং বিমানবন্দর এলাকায় যানজট নিয়ন্ত্রণ করতে এ সিদ্ধান্ত হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বর্তমানে প্রতিদিন পরিচালিত হয় ১৪০ থেকে ১৫০টি আন্তর্জাতিক ফ্লাইট। যাত্রী চাপ বিবেচনায় এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। প্রতি বছর প্রায় ১ কোটি ২৫ লাখ যাত্রী শাহজালাল বিমানবন্দর ব্যবহার করেন বলেও জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিডি২৪অনলাইন/