দগ্ধদের রক্তের প্রয়োজন নেই

নিজস্ব প্রতিবেদক
২৪ জুলাই ২০২৫

ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের কারো রক্তের প্রয়োজন নেই। আর পর্যাপ্ত স্কিনের ব্যবস্থা থাকায় স্কিন ডোনেশন নেওয়া হচ্ছে না। এ বিষয়ে সরকার সব ধরনের আর্থিক সহযোগিতা প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করছে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহম্মদ নাসির উদ্দিন এ তথ্য জানান। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে এক  সংবাদ সম্মেলনে দগ্ধদের সর্বশেষ পরিস্থিতি জানান তিনি।

দগ্ধদের মধ্যে নতুন করে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, বর্তমানে আশঙ্কাজনক রোগী রয়েছেন ছয়জন। বুধবার যে ১৩ জন খারাপ অবস্থায় ছিলেন, তারা এখনও সে অবস্থাতেই আছেন। তবে  তাদের অবস্থার উন্নতি হবে বলে আমরা আশা করছি।

তিনি আরও জানান, ভালো খবর হচ্ছে গত দুদিনে ১৩ জনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে অনেককেই হয়তো আগামী দুই একদিনের মধ্যে বাসায় পাঠানো যাবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর