চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের দলীয় সন্ত্রাসীদের হামলায় নিহতের তালিকা তৈরিসহ প্রত্যেকটি ঘটনা তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।। তিনি বলেছেন, তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে সংঘটিত সব হত্যাকাণ্ড নিয়েও তদন্তকাজ চলছে। সরকার ইতোমধ্যেই ব্যবস্থা নিয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় শহীদ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকত উল্লাহসহ তার স্বজনরা। জুলাই গণ-অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও এর সংগঠনের দলীয় সন্ত্রাসীদের হামলায় নিহতের তালিকা তৈরিসহ প্রত্যেকটি ঘটনা তদন্তের অনুরোধ জানান আবরার ফাহাদের পরিবার।
আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে মারার ঘটনাটি পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছিল উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এ ঘটনার সুষ্ঠু বিচার সম্পন্ন হবেই। এ সময় আবরার ফাহাদ হত্যা মামলার বিচারকাজ ত্বরান্বিত করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান মোহাম্মদ বরকত উল্লাহ।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে