দেশে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। বৃহস্পতিবার (২৪ জুলাই) ফেসবুকে নিজের ফেরিফায়েড পেজে এক পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উপদেষ্টা তার পোস্টে আরও লেখেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগ উত্থাপিত এ সংক্রান্ত ৪টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।
এর ফলে স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী মনোনয়ন দিতে পারবে না। সব প্রার্থী হবেন নির্দলীয়, যাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে গণ্য করা হবে এখন।
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন।
উল্লেখ্য, পতিত স্বৈরশাসক শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৫ সালে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিডি৪অনলাইন/এনএন/এমকে