নির্বাচন কমিশন গঠনে একমত সব রাজনৈতিক দল

নিজস্ব প্রতিবেদক
২৩ জুলাই ২০২৫


জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে একটি বাছাই কমিটি থাকবে। রাষ্ট্রপতির কাছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নির্বাচন কমিশনারদের নাম চূড়ান্ত করে  দেবে এ কমিটি। কমিটির প্রস্তাবনায় শুধু নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। এভাবে সিইসি নিয়োগসহ নির্বাচন কমিশন (ইসি) গঠনের বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো।

বুধবার (২৩ জুলাই) রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে  জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের ১৮তম দিনের আলোচনা হয়। এ আলোচনা শেষে বিষয়টি জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, বৈঠকে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত আলোচনা হয়েছে। সংবিধানের ১১৮ অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনে একটি নির্দিষ্ট কমিটি গঠনের বিষয়ে  ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে রাজনৈতিক দল জোটগুলোর মধ্যে।

নতুন প্রস্তাবনায় বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার এবং আইনে নির্ধারিত সংখ্যক নির্বাচন কমিশনারদের সমন্বয়ে একটি নির্বাচন কমিশন থাকবে। এদের মনোনয়নের জন্য গঠন হবে একটি নির্বাচন কমিটি। এ কমিটির নেতৃত্বে থাকবেন জাতীয় সংসদের স্পিকার। কমিটিতে সদস্য হিসেবে থাকবেন ডেপুটি স্পিকার (বিরোধী দল থেকে নির্বাচিত), প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং প্রধান বিচারপতির প্রতিনিধি হিসেবে আপিল বিভাগের একজন বিচারপতি। বিদায়ী কমিশনের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিন আগে প্রার্থী অনুসন্ধান শুরু করবে এ কমিটি।

কমিটি অনুসন্ধানে পাওয়া প্রার্থীদের জীবনবৃত্তান্ত স্বচ্ছভাবে যাচাই-বাছাই করে সর্বসম্মতিক্রমে একজনকে সিইসি এবং প্রতিটি কমিশনার পদের জন্য একজন করে নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। তাদের ৫ বছরের জন্য নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। কমিটিকে প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করবে সংসদ সচিবালয়।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর