ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়িতে যানজট

নিজস্ব প্রতিবেদক
২০ জুলাই ২০২৫

 

ফিটনেসবিহীন মেয়াদোত্তীর্ণ গাড়ি সড়কে থাকলে যানজট তৈরি করে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন,  এ দেশের এমন যানবাহন আছে, যেগুলো  থাকার কথা ছিল না। তবে আজ থেকেই মেয়াদোত্তীর্ণ ফিটনেসবিহীন গাড়িগুলো তুলে নেওয়ার জন্য অভিযান চলমান আছে বিআরটিএর। কোনো ব্যবসায়ীকে ক্ষতিগ্রস্ত করাটা উদ্দেশ্য না  আমাদের।

রোববার (২০ জুলাই) রাজধানী ঢাকার হাতিরঝিলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, সড়ক থেকে ফিটনেসবিহীন গাড়িগুলোকে সরাতে হবে। সরকারের পক্ষ থেকে বলেছি, বিশেষ রেয়াতি হারে ঋণের ব্যবস্থা করা হবে। কিন্তু মেহেরবানি করে এ বাসগুলো আপনাদের সরাতে হবে। বাস মালিককে ক্ষতিগ্রস্ত করা সরকারের উদ্দেশ্য না।

যেখানে সেখানে বাস থামানো বন্ধ করতে হবে জানিয়ে তিনি আরও বলেন, যদি যেখানে সেখানে বাস থামানো বন্ধ করতে পারা যায়, তবে বর্তমান ব্যবস্থাতেই অনেকটা গতি আসবে। একটাই উদ্দেশ্য আমাদের সড়কের গতি বৃদ্ধি করা।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর