গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রার ঘটনায় এ পর্যন্ত ২৫ জনকে আটক করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আর ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানী ঢাকায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সেখানকার পরিস্থিতি এখন শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে।
উপদেষ্টা আরও বলেন, অন্যায় যারা করেছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে এবং হবে। সব অপরাধী ধরা না পড়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে এনসিপি নেতাদের প্রশ্ন তোলা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সঠিক নির্দেশনা দেওয়া হয়েছে। তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। ভবিষ্যতে যেনো এ ধরনের ঘটনা না ঘটে- এজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে