গত কয়েক দিন ধরে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঊর্ধ্বমুখী লেনদেনের প্রবণতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে গত প্রায় সাড়ে ৮ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে বুধবার (১৬ জুলাই)। লেনদেনের সময় শেষে এ দিনের লেনদেনের পরিমাণ ছিল ৭৩৪ কোটি টাকা।
প্রাপ্ত তথ্যমতে, চলতি বছর প্রথমবার এ বাজারে লেনদেনের পরিমাণ ৭০০ কোটির ঘরে পৌঁছায়। এটা গত নভেম্বরের পর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। এর আগে সর্বশেষ গত ৫ নভেম্বর ঢাকার শেয়ার বাজারে ৮৪০ কোটি টাকার লেনদেন হয়েছিল।
এদিকে লেনদেনের পাশাপাশি গেল তিন মাসের ব্যবধানে প্রধান সূচক ডিএসইএক্সও সর্বোচ্চ পর্যায়ে উঠেছে বুধবার। এদিনে এ সূচক ৫৫ পয়েন্ট বা ১ শতাংশের বেশি বেড়েছে, দাঁড়িয়েছে ৫ হাজার ১১৭ পয়েন্টে। শেয়ারের লেনদেনে অংশ নেওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৬৭টির, বিপরীতে কমেছে ৭৯টির। আর অপরিবর্তিত থাকে ৫১টির দাম।
বিডি২৪অনলাইন/ইএন/এমকে