ঊর্ধ্বমুখী লেনদেনের প্রবণতা শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক
১৭ জুলাই ২০২৫


গত কয়েক দিন ধরে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  ঊর্ধ্বমুখী লেনদেনের প্রবণতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে গত প্রায় সাড়ে মাসের মধ্যে  সর্বোচ্চ লেনদেন হয়েছে বুধবার (১৬ জুলাই)। লেনদেনের সময়  শেষে এ দিনের  লেনদেনের পরিমাণ ছিল ৭৩৪ কোটি টাকা।



প্রাপ্ত তথ্যমতে, চলতি বছর প্রথমবার বাজারে লেনদেনের পরিমাণ ৭০০ কোটির ঘরে পৌঁছায়। এটা গত নভেম্বরের পর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। এর আগে সর্বশেষ গত নভেম্বর ঢাকার শেয়ার বাজারে ৮৪০ কোটি টাকার লেনদেন হয়েছিল।



এদিকে লেনদেনের পাশাপাশি গেল তিন মাসের ব্যবধানে প্রধান সূচক ডিএসইএক্সও সর্বোচ্চ পর্যায়ে উঠেছে বুধবার। এদিনে সূচক ৫৫ পয়েন্ট বা শতাংশের বেশি বেড়েছে, দাঁড়িয়েছে হাজার ১১৭ পয়েন্টে। শেয়ারের লেনদেনে অংশ নেওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৬৭টির,  বিপরীতে কমেছে ৭৯টির। আর  অপরিবর্তিত থাকে ৫১টির দাম।

 

বিডি২৪অনলাইন/ইএন/এমকে



মন্তব্য
জেলার খবর