গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে ব্যাপক সহিংসতার পর গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কারফিউ জারি থাকবে।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকালে গোপালগঞ্জ সদরে ১৪৪ ধারা জারি করা হয়।
গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কাযক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় গোপালগঞ্জ শহর পরিণত হয় রণক্ষেত্রে। এমন অবস্থায় এনসিপির শীর্ষ নেতারা জেলা পুলিশ সুপার কার্যালয়ে অবস্থান নেন। পরে সেনাবাহিনীর সহযোগিতায় নিরাপদে তাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
এদিকে, হামলার ঘটনায় সারা দেশে ব্লকেড কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জামায়াত ইসলামী আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে।
বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে