আগামী বছরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে

নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই ২০২৫

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অন্তর্র্বতীকালীন সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান । আশা প্রকাশ করে বলেছেন, ২০২৬ সালের মধ্যেই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করা সম্ভব হবে।

মঙ্গলবার (১৫ জুলাই) রংপুরে সাংবাদিকদের কথা বলেন উপদেষ্টা। তার আগে  রংপুরের কাউনিয়া উপজেলায় পাঞ্জরভাঙ্গা এলাকায় তিস্তা নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন তিনি।

বিগত সরকার নদীপাড়ের মানুষের মতামতকে গুরুত্ব না দিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিল বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, নদীপাড়ের মানুষের মতামত এবং চীনের সঙ্গে পরামর্শ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।  তিস্তাপাড়ের মানুষ আর  যেন ভাঙনের শিকার না হয়, সেদিকে লক্ষ রেখেই তিস্তা পরিকল্পনার কাজ চলছে। পাশাপাশি নদীভাঙন রোধে কাজ করছে সরকার।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর