প্রাথমিক বাছাইয়ে বাদ পড়েছে এনসিপিসহ ১৪৪টি দল

নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই ২০২৫

 

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন প্রক্রিয়ায় প্রাথমিক বাছাইয়ে বাদ পড়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ নতুন ১৪৪টি দল। বাদ পড়ার কারণ হিসেবে ইসি বলছে,  এসব দলের নিবন্ধন চাওয়ার আবেদনে কিছু ত্রুটি-বিচ্যুতি রয়েছে। ত্রুটি কাটাতে প্রয়োজনীয় ডকুমেন্ট চেয়ে দলগুলোকে ধাপে ধাপে চিঠি দেবে ইসি।

মঙ্গলবার (১৫ জুলাই) গণমাধ্যমকে এসব তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ। তিনি জানান, প্রথম ধাপে ৬২টি এবং পরবর্তী ধাপে অন্য দলগুলোকেও চিঠি দেওয়া হবে। ১৫ দিনের মধ্যে ত্রুটি-বিচ্যুতি কাটিয়ে উঠতে হবে।

নতুন দলের ক্ষেত্রে নিবন্ধন পাওয়ার জন্য ইসির  শর্তগুলো হলো- ১. দলটির একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে। ২. কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর কমিটি থাকতে হবে। ৩. সদস্য হিসেবে অন্তত ১০০টি উপজেলা কিংবা মেট্রোপলিটন থানার কমপক্ষে ২০০ ভোটারের সমর্থনের নথি থাকতে হবে।

৪. দলীয় প্যাডে দরখাস্তের সঙ্গে দলের গঠনতন্ত্র, নির্বাচনী ইশতেহার (যদি থাকে), দলের বিধিমালা (যদি থাকে), দলের লোগো ও দলীয় পতাকার ছবি, দলের কেন্দ্রীয় কমিটির সব সদস্যের নামের তালিকা, ব্যাংক অ্যাকাউন্ট ও সর্বশেষ স্থিতি জমা দিতে হবে।

আবেদন পাওয়ার পর  এসব বিষয় যাচাই-বাছাই করবে নির্বাচন কমিশন। নিবন্ধন শর্ত পূরণ করতে পারলে দলীয় প্রতীকসহ নিবন্ধন সনদ দেওয়া হবে। দেশে এখন নির্বাচন কমিশনে নিবন্ধিত দল ৫১টি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর