প্রথমবার নিলামে ডলার কেনাবেচা

নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই ২০২৫


বাণিজ্যিক ব্যাংকগুলোতে সরবরাহ বেড়ে যাওয়ায় ডলারের দাম কমে গেছে। তাই রপ্তানিকারক প্রবাসীদের স্বার্থ রক্ষায় বাজারমূল্য ধরে রাখতে নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এবারই প্রথম নিলামে ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (১৩ জুলাই)  নিলামে প্রতি ডলার সমান ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭ কোটি ১০ লাখ ডলার কেনা হয়। এ ডলার কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে যোগ হবে (১৫ জুলাই)। নিলামে ডলার কেনার কারণসহ এ সংক্রান্ত তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

বেসরকারি ব্যাংক কর্মকর্তারা বলছেন, ডলারের দরপতনেপ্যানিক’ তৈরি হয় বাজারে।  এর নেতিবাচক প্রভাব রেমিট্যান্স রপ্তানিতে পড়ার আশঙ্কা দেখা দেয়।  তাই বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক।

জানা গেছে, নিলামে ১২০ টাকার আশপাশে দর হাকে বেশিরভাগ বাণিজ্যিক ব্যাংক। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এর চেয়ে বেশি দামে কিনেছে ডলার। ডলার সংকট মোকাবিলায়  এর আগে রিজার্ভ থেকে বড় অঙ্কে ডলার বিক্রি করে দেয়  বাংলাদেশ ব্যাংক।  বিগত তিন অর্থবছরে প্রায় ৩৪ বিলিয়ন ডলার বিক্রি হয়েছে এ কারণে।

এদিকে এক সপ্তাহে মার্কিন ডলারের বিপরীতে দেশীয় মুদ্রার মান উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফলে বাজারে প্রায় টাকা ৯০ পয়সা কমেছে ডলারের দাম। ডলারের চাহিদা হ্রাস পাওয়া এবং রেমিট্যান্স রপ্তানি আয়ের প্রবাহ বৃদ্ধি পাওয়াটাই এ পতনের কারণ বলে মনে করছেন অর্থনীতিবিদ ব্যাংকাররা।

গত বৃহস্পতিবার রেমিট্যান্স ডলার প্রতি সর্বোচ্চ ১২০ টাকা পর্যন্ত দর দেয় বেশ কয়েকটি ব্যাংক। কেউ কেউ ১২০.৬০ টাকা পর্যন্ত কিনলেও, দিনে শেষে ১২০ টাকার বেশি দিতে বেশিরভাগ ব্যাংক রাজি হয়নি।  এর আগের সপ্তাহের শুরুতে রেমিট্যান্স ডলারের দর ছিল দেশীয় মূদ্রায় ১২২.৮০ থেকে ১২২.৯০ টাকা।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ১২ দিনে দেশে ১০৭ কোটি ১০ লাখ (.০৭ বিলিয়ন) ডলার রেমিট্যান্স এসেছে।

 

বিডি২৪অনলাইন/ইএন/এমকে



মন্তব্য
জেলার খবর