দেশে আওয়ামী লীগের কাযক্রম নিষিদ্ধ ও দলটির নিবন্ধন স্থগিত হলেও নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তফসিলে নৌকা আপাতত থাকবে। সেইসঙ্গে শাপলা প্রতীক হিসেবে এখন কোনো দলের জন্য অন্তর্ভুক্ত হচ্ছে না।
রোববার (১৩ জুলাই) বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ কথা জানান। তিনি বলেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্যই একটা প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন। এ প্রতীকগুলো ইসির সংরক্ষিত। কোনো দলকে নিয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ার আগ পযন্ত প্রতীক বাদ দেওয়ার সুযোগ নেই। তাই আপাতত আওয়ামী লীগের নৌকা প্রতীক থাকছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীক চাওয়া প্রসঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, যে কোনো দল যে কোনো প্রতীকই চাইতে পারে। নির্বাচন কমিশনের তফসিলে এ প্রতীক নেই। তাই শাপলা এখন অন্তর্ভুক্ত হচ্ছে না। এনসিপি নিবন্ধন পেলে এসব পর্যালোচনা করে দেখা হবে।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ পাঁচ সদস্যর প্রতিনিধি বৈঠক করেন।
বৈঠক শেষে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, নিবন্ধন স্থগিত থাকা দলের প্রতীক তফসিলে থাকতে পারে না। তাই তফসিল সংশোধনের জন্য আইন মন্ত্রণালয়ে ইসির প্রস্তাবনা থেকে নৌকা প্রতীকটি বাদ দেওয়ার আইনি ভিত্তি ইসির কাছে তুলে ধরেছি আমরা। সিইসি বলেছেন, বিষয়টি পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেবেন তারা।
বিডি২৪অনলাইন/ আরডিএ/এমকে