টাকা ফেরত পাচ্ছেন ৪৯৭৮ হাজ্বী

নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই ২০২৫

 

চলতি বছরে সরকারি ব্যবস্থাপনায় হজ করা হাজার হাজ্বীর মধ্যে হাজার ৯৭৮ জন হাজ্বীকে সব মিলে কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেওয়া হবে।  বাড়ি ভাড়া কমানোর কারণে বেঁচে যাওয়া টাকা ফেরত পাচ্ছেন তারা।

রোববার (১৩ জুলাই) রাজধানী ঢাকায় সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা . খালিদ হোসেন।

উপদেষ্টা বলেন, ফেরত পাওয়া হাজ্বীদের তালিকায় একজন হাজ্বী কমপক্ষে হাজার ৩১৫ টাকা ফেরত পাবেন। আর সর্বোচ্চ ফেরত পাবেন ৫৩ হাজার ৬২৪ টাকা। বছর হজ প্যাকেজে বাড়ি ভাড়ার জন্য যে পরিমাণ টাকা ধরা হয়েছিলো, তার চেয়ে কিছু কম ভাড়ায় বাড়ি পাওয়া গেছে। কোনো কোনো ক্ষেত্রে কম রেটে সার্ভিস চার্জও পাওয়া গেছে। ফলে প্যাকেজের কিছু টাকা বেঁচে   গেছে। টাকা সরকারি মাধ্যমের প্রত্যেক হাজ্বীকে ফেরত দেওয়া হবে।

ধর্ম উপদেষ্টা আরও জানান, সাধারণ হজ প্যাকেজ- এর আওতায় পূর্ণ প্যাকেজভুক্ত যেসব হাজ্বী চার ছয় নম্বর বাড়িতে ছিলেন তারা প্রত্যেকে হাজার ৩১৫ টাকা, চার নম্বর বাড়ির শর্ট প্যাকেজের প্রত্যেকে ২৩ হাজার ২৭ টাকা ফেরত পাবেন। প্যাকেজের নম্বর বাড়িতে অবস্থানকারী পূর্ণ প্যাকেজের প্রত্যেকে ১৩ হাজার ৫৭০ টাকা ফেরত পাবেন।

সাধারণ হজ প্যাকেজ- এর পূর্ণ প্যাকেজের আওতায় এক নম্বর বাড়িতে যেসব হাজ্বী ছিলেন, তারা প্রত্যেকে ১৯ হাজার ১৯২ টাকা এবং শর্ট প্যাকেজের  প্রত্যেকে ৫১ হাজার ৬৯২ টাকা ফেরত পাবেন। দুই নম্বর বাড়িতে অবস্থানকারী পূর্ণ প্যাকেজের প্রত্যেকে ২১ হাজার ১৪২ টাকা এবং শর্ট প্যাকেজের প্রতেক্যে ৫৩ হাজার ৬৪২ টাকা ফেরত পাবেন। তিন নম্বর বাড়িতে অবস্থানকারী পূর্ণ প্যাকেজের প্রত্যেকে ২৪ হাজার ২৬২ টাকা ফেরত পাবেন। টাকা হাজ্বীদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত পাঠানো হবে।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর