মারধরের ভিডিও ভাইরালের পর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ ৪ নেতা বহিস্কার

সম্রাট হোসাইন,পঞ্চগড়
০৭ জুলাই ২০২৫

সাংগঠনিক শৃঙ্খলা ভাঙার সুনির্দিষ্ট কারণ দেখিয়ে পঞ্চগড়ের বোদা উপজেলার ছাত্রদলের চার নেতাকে বহিস্কার করা হয়েছে। সোমবার ( জুলাই) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বহিস্কার প্রাপ্তরা হলেন- বোদা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. জীবন সরকার, বোদা পৌর ছাত্রদলের সভাপতি মো. নাজমুল ইমন, সাকোয়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মো. আশিক এবং যুগ্ম আহবায়ক মো. জসিম ইসলাম।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির তাদের বহিস্কার সংক্রান্ত সিদ্ধান্ত অনুমোদন করেন। সেই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদেরকে তাদের সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

এর আগে গত রোববার বিকালে পঞ্চগড়ে জেলা বিএনপি' সাবেক সভাপতি তিন বারের সংসদ সদস্য প্রয়াত মোজাহার হোসেনের কবর জিয়ারত করতে যাচ্ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মাসুদ রানা রিয়াজ। পথে বোদা উপজেলার সাকোয়া বাজারে পৌঁছালে ছাত্রদলের কতিপয় কিছু নেতা তার পথরোধ করে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করেন।

হামলার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মাসুদ রানা রিয়াজকে এলোপাতাড়ি মারধর করতে দেখা যায়। এ সময় তার পরনের পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের একজন নেতার উপর এমন হামলায় অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। এরপরই এসেছে ওই চার নেতার বহিস্কারদেশ।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে

 



মন্তব্য
জেলার খবর