গত অর্থবছরে (২০২৪-২৫) দেশের মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪৮.২৮ বিলিয়ন মার্কিন ডলার, রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৮.৫৮ শতাংশ। কেবলমাত্র গত জুন মাসের রপ্তানি আয় ছিল ৩.৩৩ বিলিয়ন মার্কিন ডলার। এর আগের অর্থবছরে রপ্তানি আয় ছিল ৪৪.৪৬ বিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত তথ্য বলছে এ কথা। তথ্য অনুযায়ী, মোট ৪৮.২৮ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের মধ্যে তৈরি পোশাক খাত থেকে এসেছে ৩৯.৩৪ বিলিয়ন মার্কিন ডলার, এ খাতের প্রবৃদ্ধি ৮.৮৪ শতাংশ। এ খাতের মধ্যে নিটওয়্যার রপ্তানি ৯.৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১.১৫ বিলিয়ন ডলারে। ওভেন পোশাক রপ্তানি ৭.৮২ শতাংশ বেড়ে হয়েছে ১৮.১৮ বিলিয়ন ডলার। হোম টেক্সটাইলে প্রবৃদ্ধি ২.৪২ শতাংশ বেড়ে রপ্তানি আয় ৮৭১.৫৭ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
বিডি২৪অনলাইন/ইএন/এমকে