মবের ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ বিষয়ে স্পষ্ট করে বলেছে, অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে তাকে। আগে মবের সংখ্যা অনেকটা কমলেও সম্প্রতি কিছু এলাকায় আবারও এমন ঘটনা ঘটেছে। এসব নিয়ে অত্যন্ত কঠোর অবস্থানে আছে সরকার।
রোববার (৬ জুলাই) রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। জাতীয় নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, নির্বাচনের পরিবেশ তৈরি শুধু আইনশৃঙ্খলা বাহিনীর কাজ নয়। সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে নিরপেক্ষভাবে কাজ করবে সরকার ও প্রশাসন।
তিনি বলেন, যারা নির্বাচনে অংশ নেবে, তাদের উচিত প্রস্তুতি নেওয়া। অভিযোগের রাজনীতি না করে, মাঠে থাকা উচিত বলেও মনে করেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, প্রস্তুতির কোনো ঘাটতি নেই আমাদের । ৫ থেকে ৬ মাস সময় হাতে আছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সব প্রস্তুতি নিচ্ছি আমরা।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে