লাহোরে ভারতীয় পণ্য বিক্রির মার্কেটে বোমা হামলায় নিহত ৩, আহত ২৮

২২ জানুয়ারী ২০২২

পাকিস্তানের অন্যতম প্রধান শহর লাহোরে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২৮ জন। বৃহস্পতিবার লাহোরের একটি ব্যস্ত মার্কেটে এ হামলা হয়। খবর এনডিটিভির।

 

দেশটির পুলিশের মুখপাত্র রানা আরিফ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি একটি টাইম-বোমা ছিল। এটিকে একটি মটোরসাইকেলের সঙ্গে বেঁধে ঘটনাস্থলে রেখে যাওয়া হয়। বিস্ফোরণের পর আশেপাশের ভবনগুলোর জানালাগুলো ভেঙ্গে পড়ে। যে মার্কেটে বিস্ফোরণটি হয় সেই আনারকলি মার্কেট মূলত ভারতীয় পণ্য বিক্রির জন্য পরিচিত।

 

লাহোরের কমিশনার মুহাম্মদ উসমান জানিয়েছেন, বেলুচিস্তানের একটি সংগঠন এ হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী উসমান বুজদার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। অপরাধীদের খুঁজে দ্রুত আইনি ব্যবস্থা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

 

আরআই


মন্তব্য
জেলার খবর