চামড়ার দাম নিশ্চিতে থাকবে বিশেষ তৎপরতা

নিজস্ব প্রতিবেদক
২৭ মে ২০২৫

এবার দেশে কোরবানির ঈদে চামড়ার দাম নিশ্চিতে সরকার বিশেষভাবে তৎপর থাকবে। চামড়ার দামটা মূলত গরিবরা পান। তাই এটার দাম ঠিক রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। কাঁচা চামড়া রপ্তানি পর্যন্ত সংরক্ষণে পাশে থাকবে সরকার।

সোমবার (২৬ মে) রাজধানী ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক সেমিনার হয়। দেশীয় পশুতে কোরবানি : পশু চামড়া ব্যবস্থাপনায় করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন মৎস্য প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। সেমিনারে তিনিই এসব কথা বলেন।

কোরবানির জন্য মোটাতাজাকরণ প্রক্রিয়ায় প্রস্তুত করা পশু হাটে না আনার ব্যাপারটি দেখা হচ্ছে বলে জানিয়েছে উপদেষ্টা। তিনি এ প্রসঙ্গে বলেন, কোরবানির ঈদে গরু মোটাতাজা করা হয়।  এসব পশু কতটা নিরাপদ, সে প্রশ্ন থেকে যায়। এসব পশু যেন হাটে না আনা হয়, সেটা দেখছি আমরা।

 

বিডি২৪অনলাইন/এনই/এমকে



মন্তব্য
জেলার খবর